আব্দুল আওয়াল, মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ
মদন উপজেলার হাওর থেকে বুধবার বিকালে অর্ধগলিত এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে মদন থানার পুলিশ। উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের রাজালীকান্দা গ্রামের সামনের হাওরে রামদিগা বিলে লাশ ভেসে উঠলে এলাকাবাসীর খবরের প্রেক্ষিতে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
মদন থানার এস আই আব্দুল হালিম জানান, গোবিন্দশ্রী রাজালীকান্দা রামদিগা বিলে অজ্ঞাত যুবকের লাশ ভেসে আছে এমন খবরের প্রেক্ষিতে বুধবার বিকালে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ অর্ধগলিত অবস্থায় রয়েছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোনার মর্গে প্রেরণ করা হবে।