স্থানভেদে ২৮ দিন পর্যন্ত টিকে থাকতে সক্ষম করোনা

0
337
করোনায় আরও ২০ মৃত্যু, নতুন শনাক্ত ১৪৪১

স্থানভেদে করোনা ভাইরাস ২৮ দিন পর্যন্ত জীবিত থাকতে পারে বলে দাবি করেছেন একদল বিজ্ঞানী। টাকা, মোবাইলের স্ক্রিন কিংবা স্টিলের উপর এই ভাইরাস দীর্ঘদিন বেঁচে থাকতে পারে বলে দাবি তাদের।

অস্ট্রেলিয়ার ন্যাশনাল সায়েন্স এজেন্সির বিজ্ঞানীরা দাবি করেছেন, স্থানভেদে কোভিড-১৯ ভাইরাসের জীবনকাল সম্পর্কে যা ধারণা করা হতো, এই ভাইরাস তার থেকেও বেশি দিন বাঁচতে পারে।

কদিন আগেও বিজ্ঞানীদের ধারণা ছিল, টাকা ও কাঁচের উপর দুই থেকে তিনদিন, প্লাস্টিক ও ধাতব বস্তুর উপর ছয়দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে এই ভাইরাস। পাশাপাশি হাঁচি-কাশি ছাড়াও বাতাসে ভাসমান বিভিন্ন বস্তু, ধাতু কিংবা প্লাস্টিকের মাধ্যমে এটি ছড়াতে সক্ষম।

Ad by Valueimpression
তবে অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী সম্প্রতি আবিষ্কার করেন, ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বা স্বাভাবিক আবহাওয়ায় কাঁচ, মোবাইলের স্ক্রিন, প্লাস্টিক ও টাকার উপর এই ভাইরাস ২৮ দিন পর্যন্ত বাঁচতে পারে। যেখানে অন্যান্য সংক্রামক ব্যাধির ভাইরাসগুলো সর্বোচ্চ ১৭ দিন পর্যন্ত টিকে থাকতে সক্ষম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here