সাগরদিঘীতে বণিক নির্বাচনী গণজোয়ার বইছে

0
305
সাগরদিঘীতে বণিক নির্বাচনী গণজোয়ার বইছে

শফিকুল ইসলাম, ঘাটাইল;
আসন্ন সাগরদিঘী বণিক বহুমুখী সমবায় সমিতি লিঃ সাগরদিঘী বাজারে বইছে নির্বাচনী গণজোয়ার। আজ সকাল থেকেই শুরু হয় ভোটগ্রহণ। আবু সাঈদ এর কল্যাণে সর্বদা নিয়োজিত নেতাদের স্বস্ব প্রতীকে সরগরম রয়েছে সাগরদিঘী বাজার।

পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে বাজারের বিভিন্ন পয়েন্ট। সকাল থেকেই ভোটকেন্দ্রে সমাগম হচ্ছে সাধারণ কর্মী ও ভোটারদের।

স্বস্ব প্রতীকি লড়াইয়ে লড়ছে প্রার্থীরা। ভোট গ্রহণ চলবে বিকাল ৪ টা পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here