খবর৭১ঃ রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে নগরীর উপকণ্ঠ নবগঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ দুজনের মধ্যে সুচনা নামের একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন। আরেকজন রিমন নামের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তারা সম্পর্কে ফুফাতো ভাই-বোন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন জানান, শুক্রবার বিকালে পদ্মা নদীতে মাঝি এবং ১২ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। পরে অন্য নৌকা গিয়ে মাঝিসহ ১১ জনকে উদ্ধার করে। তবে নিখোঁজ রয়েছে দুজন।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া ১১ জনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। রাতে জেলা প্রশাসক আবদুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।