এবার কক্সবাজারের ৮ থানার ওসিসহ ৩৪ কর্মকর্তাকে বদলি

0
381
এবার কক্সবাজারের ৮ থানার ওসিসহ ৩৪ কর্মকর্তাকে বদলি

খবর৭১ঃ বেশ কিছুদিন ধরেই কক্সবাজারের পুলিশ প্রশাসন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। অবসর প্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ড নিয়ে ঘুরে ফিরেই আলোচনায় আসছে কক্সবাজারের পুলিশ প্রশাসনের কর্মকাণ্ড। এবার সেই আলোচনাতে আরো ঘি ঢেলে দেয়া হলো। এক যুগে কক্সবাজার রেঞ্জের ৩৪ জন পুলিশ ইন্সপেক্টরকে বদলি করা হলো।

বুধবার (২৩ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। বদলিকৃতদের ২৯ সেপ্টেম্বরের মধ্যে পুরনো কর্মস্থল ছেড়ে দিতে হবে এবং ৩০ সেপ্টেম্বর তাদের একটি ব্রিফিংয়ে উপস্থিত হতে বলা হয়েছে। সেদিন রাজারবাগের পুলিশ অডিটোরিয়ামে তাদের পোশাক পরে উপস্থিত হতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মতিক্রমে পুলিশ সদস্যদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে উল্লেখিত স্থানে বদলি করা হয়েছে। এর আগে গত ১৬ সেপ্টেম্বর কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেনসহ ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি করা হয়।

কক্সবাজারে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হওয়ার পর ওসি প্রদীপ কুমার দাশ এবং বরখাস্ত পুলিশ পরিদর্শক লিয়াকত আলীসহ সাতজনকে গ্রেফতার করা হলেও এ ঘটনায় ঘুরেফিরে কক্সবাজারের এসপি এ বি এম মাসুদ হোসেনের দায়িত্বহীনতার অভিযোগ ওঠে। সিনহার পরিবারের পক্ষ থেকে দায়ের করা হত্যা মামলায় এসপির নাম উল্লেখ করার আবেদন করলেও আদালত তা খারিজ করে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here