দ্রুত সময়ের মধ্যে শুরু হচ্ছে করোনা টিকার ট্রায়াল: স্বাস্থ্য সচিব

0
364
দ্রুত ভ্যাকসিন পেতে সরকারকে অগ্রিম টাকা দেয়ার পরামর্শ

খবর৭১ঃ দ্রুত সময়ের মধ্যে দেশে চীনা কোম্পানি সিনোভ্যাক বায়োটেক উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু হতে যাচ্ছে। এ বিষয়ে দু একদিনের মধ্যে জানা যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব এম এ মান্নান।

সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

সচিব বলেন, ‘সিনোভ্যাককে আমরা ট্রায়ালের অনুমতি দিয়েছি। তারা অবিলম্বে কাজ শুরু করবে। আইসিডিডিআর,বি এর সঙ্গে মিলে কাজ করবে তারা।’

তিনি আরো বলেন, ‘সোমবার অথবা মঙ্গলবার মন্ত্রণালয়কে লিখিত চিঠি দেবে সিনোভ্যাক। সেই চিঠিতে ট্রায়ালের সময় জানা যাবে। চিঠিতে ট্রায়াল সংক্রান্ত সব তথ্যের উল্লেখ থাকবে।’

স্বাস্থ্য সচিব বলেন, ‘ভারতের কোম্পানিও কিছু প্রস্তাব দিয়েছে। রাশিয়ার কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছি। তারা আমাদের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে কাজে লাগাতে চাচ্ছে। আমরা পর্যাপ্ত অর্থ বরাদ্দ রেখেছি। প্রয়োজনে অর্থের বিনিময়ে ক্রয় করে যেন ভ্যাকসিন নিয়ে আসতে পারি।’

ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকারের বিষয়ে তিনি বলেন, ‘আমরা প্রথমেই আড়াই থেকে তিন মিলিয়ন ভ্যাকসিন আনতে চাচ্ছি। যারা ফ্রন্টলাইনার তারা বিনামূল্যে ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। এছাড়া যারা বয়স্ক এবং বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন তাদের আমরা অগ্রাধিকার দেব। সাধারণ মানুষের জন্য কতটা অ্যাভেইলেবল করা যায় সেটিও দেখছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here