মিরসরাইয়ে অগ্নিকান্ডে ১ কোটি টাকার মালামাল পুড়ে ছাই

0
483
মিরসরাইয়ে অগ্নিকান্ডে ১ কোটি টাকার মালামাল পুড়ে ছাই

মিরসরাই প্রতিনিধিঃ
মিরসরাই উপজেলার বারইয়ারহাট বাস স্ট্যান্ডের পাশবর্তী একটি দোকান পুড়ে গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টায় জমিদার প্লাজা মার্কেটে নিজাম উদ্দিনের এরাবিয়ান এন্টারপ্রাইজে আগুন লাগে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও স্থানীয়রা এসে প্রায় ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিদার প্লাজার এরাবিয়ান এন্টারপ্রাইজে রাত ১১টায় বৈদ্যুতি শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মহুর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। পরে মিরসরাই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। না হলে পাশ্ববর্তী দোকানগুলোও আগুনে পুড়ে যেতো।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এরাবিয়ান এন্টারপ্রাইজের মালিক নিজাম উদ্দিন বলেন, আগুনে আমার দোকানের সব পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই রক্ষা করা সম্ভব হয় নাই। এতে ১ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা তানভীর আহাম্মেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here