করোনায় দেশে আরও ৩২ মৃত্যু, আক্রান্ত ১৫৬৭

0
404
মৃত্যুতে করোনার উৎস চীনকে ছাড়ালো বাংলাদেশ

খবর৭১ঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৬৭ জন। শনিবার সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত ১ হাজার ৫৬৭ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৪৭ হাজার ৩৭২ জনে। মোট ১৩ হাজার ১৭০টি নমুনা পরীক্ষা করে তাদের করোনা শনাক্ত হয়। একই সময়ে নতুন করে মারা যাওয়া ৩২ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ হাজার ৯১৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে আরও ২ হাজার ৫১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত ২৪ দিনে। তাদের নিয়ে দেশে করোনা থেকে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৩৩৬ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here