ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে একজন স্বাস্থ্যকর্মীর মৃত্যু

0
372
করোনাভাইরাসে দেশে আরও ৩২ জনের প্রাণহানি

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের একজন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮। বুধবার (০৫ আগস্ট) দিবা গতরাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জেলার হরিপুর উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপসহকারী কমিউনিটি হেলথ চিকিৎসক (সেকমো) জাকারিয়া হোসেনের (৫৮) বাড়ি একই উপজেলার আমগা গ্রামে।

তিনি ২৩ জুলাই করোনা উপসর্গে আক্রান্ত হন। নমুনা পরীক্ষার পর ২ আগস্ট তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ বুধবার মাঝরাতে তিনি মৃত্যুর মিছিলে নাম লেখান।

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার সুব্রত সেন ঘটনার সত্যতা জেনে বলেন, স্বাস্থ্যবিধি মেনে তার দাফন করা হবে পারিবারিক গোরস্থনে। এ নিয়ে জেলায় করোনা আক্রন্ত হয়ে ৮ জন মারা গেলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here