খবর৭১ঃ ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) পরিচালনা পর্ষদের সভায় মো. শওকত আলী চৌধুরী সর্বসম্মতিক্রমে ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন। আজ বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে ইবিএল বিষয়টি জানায়।
বিশিষ্ট ব্যাবসায়ী নেতা হিসেবে পরিচিত শওকত আলী ১৯৯৩ সালে ইবিএল বোর্ডে যোগ দেন। তিনি শিপ ব্রেকিং ও রিসাইক্লিং, চা ও তৈরি পোষাক শিল্প, রিয়েল এস্টেট, এজেন্সি ব্যাবসা ও প্রকৌশল সেবা, কন্টেইনার টার্মিনাল হ্যান্ডলিং, বাণিজ্যিক ব্যাংকিং, বীমা, শেয়ার ও সিকিউরিটিজসহ বিভিন্ন ব্যবসা সফলভাবে পরিচালনা করে আসছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শওকত আলী চৌধুরী বিভিন্ন দেশি ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি সার্ক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব লিমিটেড এবং চিটাগং প্রেস ক্লাব লিমিটেডের আজীবন সদস্যা। এ ছাড়া তিনি চিটাগং মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।