ঈদের জামাত মসজিদে আদায় করতে হবে

0
375
ঈদের জামাত মসজিদে আদায় করতে হবে

খবর৭১ঃ

করোনা ভাইরাস পরিস্থিতিতে ঈদুল আজহার জামাতও মসজিদে পড়ার সিদ্ধান্ত দিয়েছে সরকার। আগামীকাল ১ আগস্ট সারা দেশের মসজিদগুলোতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

করোনায় মুসল্লিদের জীবনের ঝুঁকি বিবেচনায় নিয়ে নিকটস্থ মসজিদে ঈদের জামাত পড়ার নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। প্রয়োজনে একই মসজিদে একাধিক ঈদ জামাত আদায় করা যাবে। উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে গত ঈদুল ফিতরের জামাত ঈদগাহে আদায় না করে মসজিদে আদায় করা হয়েছিল।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে ছয়টি জামাত অনুষ্ঠিত হবে। তবে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এসব জামাত আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এরপর এখানে পর্যায়ক্রমে আরো পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। সর্বশেষ জামাত বেলা ১১টা ১০ মিনিটে অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় মসজিদে ঈদের নামাজের সময়সূচি, ইমাম ও মুকাব্বিরগণের দায়িত্ব পালনের তালিকা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। এসব জামাতে ইমাম ও মুকাব্বির দায়িত্ব পালনকারীদের তালিকা নিচে তুলে ধরা হলো—

প্রথম জামাত: সকাল ৭টায়, ইমাম-হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান, সিনিয়র পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির-হাফেজ কারি কাজী মাসুদুর রহমান, মুয়াজ্জিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।

দ্বিতীয় জামাত: সকাল ৭টা ৫০ মিনিটে, ইমাম-হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির-হাফেজ কারি হাবিবুর রহমান মেশকাত, মুয়াজ্জিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।

তৃতীয় জামাত: সকাল ৮টা ৪৫ মিনিটে, ইমাম-হাফেজ মাওলানা এহসানুল হক, পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির-মাওলানা ইসহাক, মুয়াজ্জিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।

চতুর্থ জামাত: সকাল ৯টা ৩৫ মিনিটে, ইমাম-মাওলানা মহিউদ্দিন কাসেম, পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির-মো. শহীদুল্লাহ, প্রধান খাদেম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।

পঞ্চম জামাত: সকাল ১০টা ৩০ মিনিটে, ইমাম-হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান, মুহাদ্দিস, ইসলামিক ফাউন্ডেশন। মুকাব্বির-হাফেজ মো. আবদুল মান্নান, খাদেম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।

৬ষ্ঠ ও সর্বশেষ জামাত: সকাল ১১টা ১০ মিনিটে, ইমাম-মাওলানা মুহাম্মদ আব্দুর রব মিয়া, সাবেক উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন। মুকাব্বির-হাফেজ মো. আবদুর রাজ্জাক, খাদেম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here