মিজানুর রহমান মিলন, সৈয়দপুর প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুর শহরে এক সপ্তাহের ব্যবধানে আবারো একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে শহরের শেরে বাংলা সড়কের থানা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ন্যাশনাল পেপার হাউজ অ্যান্ড বিকাশ দোকানে ওই চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকানের টিনের ও কাঠের ঝাঁপ ভেঙে নগদ ৪০ হাজার ৬০০ টাকা, দুইটি মোবাইল ফোন, ভেটেরিনারী চিকিৎসকের ব্যাগ, পেপার পরিমাপক মেশিনসহ ওষুধপত্র নিয়ে যায়। জানা গেছে, ঘটনার দিন গতকাল শনিবার রাতেও দোকান মালিক মো. আকবার খান প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে চলে যান।
আজ রোববার সকাল সাড়ে ৬ টায় একজনের মুঠোফোনে খবর পেয়ে এসে দোকানের ঝাঁপ ভাঙ্গা দেখতে পেয়ে দোকানের ভেতরে ঢুকে দেখেন ক্যাশবাক্সে রাখা বিকাশের ৪০ হাজার ৬০০ টাকা ,দুইটি নোকিয়া মোবাইল ফোন সেট, ভেটেরিনারী চিকিৎসকের ব্যাগ, পেশার পরিমাপক মেশিনসহ অনেক মূল্যবান ওষুধপত্র নেই। উল্লেখ্য এর আগে গত ১২ জুলাই বঙ্গবন্ধু সড়কে হাবিবা ফার্মেসীসহ ৬ টি দোকানে দূর্ধর্ষ চুরি ঘটনা ঘটেছে। চোরের দল একই সড়কে পাশাপাশি ছয়টি দোকানের ভেন্টিলেটার ভেঙে এবং গ্রীল ও ছাদের টিন কেটে নগদ দুই লাখ টাকাসহ প্রায় সোয়া তিন লাখ টাকার মালামাল নিয়ে যায়।
সৈয়দপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান জানান, শহরের শেরে বাংলা সড়কের একটি দোকান চুরির ঘটনা শুনেছি। তবে এ বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।