রিজেন্টে চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

0
502
রিজেন্টে চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ছবিঃ সংগৃহীত

খবর৭১ঃ রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের ওরফে সাহেদ করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশন পুলিশকে চিঠি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রিজেন্ট হাসপাতালে করোনা চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সাহেদ। এ অবস্থায় তার দেশত্যাগের আশঙ্কা থেকে যায়। তাই তাকে দেশত্যাগ করতে না দিতে ইমিগ্রেশন পুলিশকে অবগত করেছে ডিএমপির সংশ্লিষ্ট বিভাগ।

প্রসঙ্গত, করোনা পরীক্ষা ও চিকিৎসার নামে জালিয়াতিসহ প্রতারণার বিভিন্ন অভিযোগ ওঠে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে। এর পর থেকেই সাহেদ করিম পলাতক আছেন। তবে আজ সকালে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছেন রিজেন্ট হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা এবং হাসপাতালের মালিক মো. সাহেদের অন্যতম সহযোগী তরিকুল ইসলাম শিবলী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here