লিবিয়ায় মানব পাচারের ঘটনায় এক পিয়নের ব্যাংক অ্যাকাউন্টে ২০-৩০ কোটি টাকাঃ সিআইডি

0
400
লিবিয়ায় মানব পাচারের ঘটনায় এক পিয়নের ব্যাংক অ্যাকাউন্টে ২০-৩০ কোটি টাকাঃ সিআইডি
ছবিঃ সংগৃহীত

খবর৭১ঃ লিবিয়ায় মানব পাচারের ঘটনা তদন্ত করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে সিআইডি তারা ৩৬ জন পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে গ্রেপ্তারকৃতদের মাঝে একটি এজেন্সির একজন পিয়নও রয়েছেন সেই পিয়নের ব্যাংক অ্যাকাউন্টে ২০৩০ কোটি টাকা রয়েছে বলে জানতে পেরেছেন সিআইডির তদন্তাকারীরা

আজ সোমবার ( জুলাই) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টার্সে এক ব্রিফিংয়ে তথ্য দিয়েছেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান।

সিআইডির কার্যক্রমের বিষয়ে ব্রিফিংয়ে জানানো হয়। লিবিয়ার প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, লিবিয়ায় বাংলাদেশের ২৬ জন নিহত হয়েছেন। ১১ জন আহত হয়েছেন। ঘটনায় বাংলাদেশের বিভিন্ন থানায় ২৬ টি মামলা হয়েছে। যার মধ্যে ১৫ টি মামলার তদন্ত করছে সিআইডি।

এসব মামলায় পর্যন্ত ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্য সিআইডি ৩৬ জনকে গ্রেপ্তার করেছে। একজন পিয়নের ব্যাংক অ্যাকাউন্টে ২০৩০ কোটি টাকা পাওয়া গেছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here