খবর৭১ঃ
রাকিব হাসান, পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে বিগত ২৪ ঘন্টায় মেডিকেল টেকনোলজিস্ট ও ইউনিয়ন পরিষদ সচিবসহ নতুন করে আরও ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার রাতে তাদের রিপোর্ট পজেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন।
নতুন আক্রান্ত ৫ জনের মধ্যে এক জনের বাড়ি সদর উপজেলার মৌকরন এলাকায় ও বাকি চর জনের বাড়ি পটুয়াখালী পৌর শহরে। আক্রান্ত সবাই বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের সবার বাড়ি লকডাউনের নির্দেশনা দেয়া হয়েছে এবং তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। জেলায় মোট আক্রান্তের সংখ্যা-২৫৫। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৫ জনের। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন ১৯ জন। বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন ১৬৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিলে গেছেন ৫২ জন।