নেত্রকোনার মদনে ছাত্রলীগ কর্মি সুমনের হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

0
1073
নেত্রকোনার মদনে ছাত্রলীগ কর্মি সুমনের হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
ছবিঃ আব্দুল আওয়াল।

খবর৭১ঃ

আব্দুল আওয়ালঃ নেত্রকোনার মদন হাসপাতালে রোগী দেখতে এসে ছুরিকাঘাতে নিহত ছাত্রলীগ কর্মি সুমনের হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০টায় মদন উপজেলার বালালী বাজারে এলাকাবাসী ও বালালী সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

এসময় বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান ফখরুদ্দিন আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বি, মহিলা মেম্বার হালেমা আক্তার, শিক্ষক হিরন মাষ্টার, নিহতের মাতা মেহেরা আক্তার, ভুক্তভোগী জসিম উদ্দিন, অনলসহ আরো অনেকে। এসময় বক্তারা দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান। মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশ নেয়। গত ১২ জুন নেত্রকোনার মদন হাসপাতালে রোগী দেখতে এসে প্রতিপক্ষের হামলায় ছুরিকাঘাতে সুমন মিয়া (২৫) গুরুতর আহত হয়। পরদিন ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here