শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা আহত

0
379
শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা আহত
ছবিঃ মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি।

খবর৭১ঃ

মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর নামকস্থানে সড়ক দুর্ঘটনায় ব্রাক্ষণডুরা ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ আনু মিয়াসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২০ জুন) সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এদুঘটনাটি ঘটেছে।

আহত অনু মিয়া উপজেলার উজান শৈলজুড়া গ্রামের কিতাব আলীর ছেলে। এসময় তার খালত বোনও আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, আনু মিয়া মোটরসাইকেলে খালাত বোনকে নিয়ে হবিগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে অলিপুর নামকস্থানে একটি পিকআপ গাড়ির সাথে ধাক্কা লাগলে তারা সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাদেরকে মুমুর্ষ অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক বিষয়টি নিশ্চিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here