ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

0
432
ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) ৫টা ৪৫মিনিটে ঠাকুরগাঁও সদর উপজেলার সত্যপীর ব্রীজে এ দূর্ঘোটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সত্যপীর ব্রিজ থেকে বাইসাইকেল নিয়ে বাড়ি যাওয়ার সময় দবিরুল ইসলাম (৫৫)কে পিছন থেকে একটি ট্রাক পিষ্টে দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনা স্থলেই দবিরুল ইসলামের মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনা স্থলে এসে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা দবিরুল ইসলামের মৃতদেহ উদ্ধার করে। দবিরুল ইসলাম ঠাকুরগাঁও দক্ষিণ জগন্নাথপুর ইউনিয়নের মোল্লার মোড় এলাকার মৃত: সমের আলীর ছেলে।

পরে স্থানীয় জনগণের সাহযোগীতায় ঠাকরগাঁও বলাকা উদ্যান এলাকা থেকে পুলিশ ট্রাকটিকে আটক করে।ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম জানান, ট্রাকটিকে আটক করা হলেও গাড়ি চালককে আটক করা যায়নি। চালক পালিয়ে গেছে। যদি নিহতের পরিবার আমাদের অভিযোগ দেন তাহলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here