শাহজাদপুরে ২ হত্যার ঘটনায় ৬ জন গ্রেফতার

0
546
শাহজাদপুরে ২ হত্যার ঘটনায় ৬ জন গ্রেফতার

রাজিব আহমেদ, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরের কৈজুরী ইউনিয়নের গুদিবাড়ি গ্রামে গত মঙ্গলবার বিকেলে শামসাদ মেম্বার গ্রুপ ও বাহারাম গ্রুপের মধ্যে সংঘর্ষে ২ জন নিহতের ঘটনায় ৬জন এজাহার ভূক্ত আসামিকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ।

২ জন হত‍্যার ঘটনায় বুধবার রাতে শাহজাদপুর থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের হয়েছে। বাহারাম গ্রুপের নিহত রিপনের স্ত্রী মনিরা বাদী হয়ে শামসাদ মেম্বার গ্রুপের শামসাদকে প্রধান আসামী করে ৩৪ জন নামীয়সহ অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

অপরদিকে, শামসাদ মেম্বার গ্রুপের নিহত আশরাফুলের মা খোদেজা খাতুন বাদী হয়ে গাজী, বাহারাম, জয়নালসহ ২২ জন নামীয়সহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে থানায় অপর একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ এদিন রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রিপন হত্যা মামলায় গুধিবাড়ী গ্রামের আক্তার হোসেন (৪২) এবং আশরাফুল হত্যা মামলার প্রধান আসামী গাজী ব্যাপারী (৩৫), সাহেব আলী (৩৪), আবু শামা (৩৮), মনি প্রামানিক ও জয়নব খাতুন (৪৫) কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ৬ আসামীকে আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শাহজাদপুর থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এদিকে, গুধিবাড়ী গ্রামে সংঘর্ষে ২ জন নিহতের ঘটনায় ২টি হত্যা মামলা দায়ের হওয়ায় পুরুষশূন্য হয়ে পড়েছে ওই গ্রাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here