মাস্ক পরবে না ছেলে, গলা টিপে হত্যা করলো বাবা

0
500
লাখ ছাড়ালো মৃত্যু

খবর৭১ঃ
করোনা ভাইরাসের প্রাণঘাতী আক্রমণে প্রতিদিন সংক্রমিত হয়ে মৃতের মিছিলে সামিল হচ্ছেন হাজারো মানুষ। তবে ভাইরাস ঠেকানোর মাস্ক পড়তে না চাওয়ায় বাবার হাতে ছেলের প্রাণ হারানোর ঘটনার আগে কেউ শুনেননি। এমনি একটি ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে।

এনডিটিভির খবরে বলা হয়, রবিবার সন্ধ্যায় উত্তর কলকাতার শোভাবাজার লেনে ৪৫ বছর বয়সী ছেলে কিছুতেই মাস্ক পরতে চায় না। ফলে ৭৮ বছর বয়সী বাবার হাতে প্রাণ হারাতে হয়েছে তকে।

স্থানীয় পুলিশ জানায়, অভিযুক্ত বংশীধর মল্লিক নিজেই তার সন্তান হত্যার কথা স্বীকার করে থানায় এসে আত্মসমর্পণ করেছেন। তার ছেলে শীর্ষেন্দু মল্লিক বিশেষ চাহিদা সম্পন্ন। রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে মাস্ক ছাড়া বাইরে যেতে চাইলেই ঝামেলা বাঁধে বাবা-ছেলের মধ্যে। এদিন শত চেষ্টা করেও ছেলেকে মাস্ক পরাতে পারেনি বাবা। ফলে রেগে গিয়ে কাপড় দিয়ে শীর্ষেন্দুর গলায় প্যাচিয়ে মেরে ফেলেন উত্তেজিত বাবা।

পুলিশ আরও জানায়, তাদের নিজ বাড়ি থেকে মৃত সন্তানের লাশ উদ্ধার করে পুলিশ। এর ময়না তদন্তে পাঠান হয়েছে এবং অভিযুক্ত পিতার বিরুদ্ধে খুনের মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here