হবিগঞ্জের মাধবপুর পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি

0
462
হবিগঞ্জের মাধবপুর পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি

মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর পুলিশ সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।রোববার (২৯ মার্চ) রাত আড়াইটার দিকে উপজেলার আদাঐর ইউনিয়নের ঘিলাতলী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, ঘিলাতলী গ্রামের আকবর আলী খানের ছেলে সিলেটের সুনামগঞ্জে কর্মরত পুলিশের এটিএসআই আনোয়ারুল আলম খানের গ্রামের বাড়ির দরজা ভেঙে ডাকাতদল অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা স্বর্ণালঙ্কার নিয়ে যায়।ডাকাতদের হাতে জিম্মি হওয়া এটিএসআই আনোয়ারুল আলমের ছোট ভাই হবিগঞ্জ কোর্টের আইনজীবী শাহীনুর আলম খান জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে তাদের বসতবাড়ির রান্না ঘরের দরজা ভেঙ্গে ৮-১০ জনের ডাকাতদল ঘরে ঢুকে তার বৃদ্ধ মা শাহেদা খানম ও শাহীনুর আলম ফয়সলের হাত পা বেঁধে ফেলে।

এ সময় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ দেড় লক্ষ টাকা ও শাহীনুর আলমের ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে যায়।খবর পেয়ে রাতেই মনতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল এবং নগদ টাকা ও ঘরের ভিতর প্রবেশের বিষয়ে সন্দেহ রয়েছে বলে ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here