বাংলাদেশে প্রথম ভেন্টিলেটর যন্ত্র তৈরি

0
571
বাংলাদেশে প্রথম ভেন্টিলেটর যন্ত্র তৈরি

খবর৭১ঃ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে বাংলাদেশে প্রথম ভেন্টিলেটর বা কৃত্রিম শ্বাসপ্রশ্বাস মেশিন তৈরি করলেন ডা. কাজী স্বাক্ষর এবং ইঞ্জিনিয়ার বায়েজীদ শুভ।

এই ভেন্টিলেটরের নাম দেওয়া হয়েছে ‘স্পন্দন’। এর মাধ্যমে tidal volume, IE ratio, peak flow, apnea, pressure, respiratory rate, রোগীর শ্বাস সেন্সর সবই নিখুঁতভাবে করা যায় বলে জানিয়েছেন তারা।

এই ডিভাইসটি বানাতে তাদেরকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র এ এফ কিংশুক এবং আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাজবিরুল হাসান কাব্য।

এছাড়া পরামর্শ ও সার্বিক সহযোগিতা করেছেন- ডা. আসিফ উর রহমান, ডা ফরহাদ উদ্দীন হাসান চৌধুরী মারুফ, এম তোফাজ্জল আলি, কাজী মনসুর উল হক, ফাহিম আহমেদ, আকিফ মুন্তাসির ও সোহেল রানাl

করোনা ভাইরাস মোকাবেলায় ডা. স্বাক্ষর এবং ইঞ্জিনিয়ার বায়েজিদের এই ভেন্টিলেটর মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে ভূমিকা রাখবে বলে চিকিৎসকরা আশাবাদী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here