মিজানুর রহমান মিলন সৈয়দপুরঃ
সৈয়দপুরে তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় মোজাহারুল ইসলাম সুক্কুর(৪৫) নামে এক হোটেল ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। পরে ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর ভাই বাদী হয়ে গতকাল সোমবার সন্ধ্যায় সৈয়দপুর থানায় একটি মামলা করেন। আজ মঙ্গলবার মামলার আসামী মোজাহারুল ইসলাম সুক্কুরকে আদালতের মাধ্যমে নীলফামারী কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মামলায় বলা হয়, সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের বাগডোকরা গ্রামে মোফার উদ্দিনের ছেলে দুই সন্তানের জনক মো. মোজাহারুল ইসলাম ওরফে সুক্কুরের ধলাগাছ মতির বাজারে একটি খাবার হোটেল রয়েছে। ঘটনার দিন বিকেলে গত শনিবার স্ত্রীর অনুপস্থিতিতে লম্পট ওই হোটেল ব্যবসায়ী সুক্কুর তাঁর প্রতিবেশির কন্যা তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে হোটেলে খাবার ও টাকার প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। গতকাল সোমবার দুপুরেও সে একই কায়দায় প্রতিবেশি শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে মোজাহারুল ইসলাম সুক্কুরকে আটক করে এবং গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছুলে এলাকাবাসি তাকে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় নির্যাতনের শিকার শিশু শিক্ষার্থীর বড় ভাই মো. আলিম রহমান বাদী হয়ে হেটেল ব্যবসায়ী মোজাহারুল ইসলাম সুক্কুর বিরুদ্ধে থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসনাত খান শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালে এবং আসামীকে আদালতে পাঠানো হয়েছে।