১ বছরের জন্য স্থগিত হলো উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপ

0
440
১ বছরের জন্য স্থগিত হলো উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপ

খবর৭১ঃ উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপ এক বছরে জন্য পেছানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয়ান ফুটবল গভর্নিং বডির কর্মকর্তারা। ইউরো চ্যাম্পিয়নশিপের ভাগ্য নির্ধারণ নিয়ে মঙ্গলবার (১৭ মার্চ) গভর্নিং বডির মিটিং ছিলো। সেই মিটিংয়ে এক বছরের জন্য স্থগিত করা হয়েছে ২০২০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ। আপাতত ২০২১ সাল পর্যন্ত স্থগিতের ঘোষণা দিয়েছে উয়েফা।

করোনা ভাইরাসের কারণে বিশ্বের বেশির ভাগ ক্রীড়া আসর স্থগিত হয়ে যাচ্ছে। মরণ ব্যাধি এই ভাইরাসটির কারণে বর্তমানে বিপর্যস্ত পুরো ইউরোপ। ইতালির পর করোনায় কাঁপছে স্পেন। জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ডসহ ইউরোপের কোনো দেশ বাকি নেই যে করোনা আক্রান্ত হচ্ছে না।

এমন পরিস্থিতিতে আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য জমজমাট ইউরো চ্যাম্পিয়নশিপ আয়োজন সম্ভব হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই। শেষ পর্যন্ত ইউরো স্থগিতের ঘোষণাই দিল উয়েফা কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here