খবর৭১ঃ
শেরপুর থেকে আবু হানিফঃ শেরপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৩০ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের ১৫০০শত টাকা করে বৃত্তি প্রধান করা হয় ১৬ মার্চ সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদের সভা কক্ষে। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।
সভাপতিত্ত্ব করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন শেরপুর সদর উপজেলার নির্বাহী অফিসার ফিরুজ আল মামুন। হুইপ আতিক বক্তব্যে বলেন মেধার কোন বিকল্প নাই। সকল কিছুতেই মেধার মূল্যায়ন আছে এবং হচ্ছে। নিজে এবং সমাজের জন্য কিছু করতে হলে লেখা পড়া করতে হবে। জননেত্রী শেখ হাসিনার সরকার বিনা মূল্যে বই প্রদানসহ লেখা পড়ার প্রয়োজনীয় সকল কিছু দিচ্ছেন। মেধা শুধু ধনীদের মাঝেই থাকে না। দিন মুজুর, রিক্সা চালকের সন্তানও ডিসি, এসপি, ডাক্তার হচ্ছে। সুতরাং সকলকে লেখা পড়া করতে হবে।