করোনা আতঙ্কে ৭০ হাজার কয়েদী ছেড়ে দিল ইরান

0
495
করোনা আতঙ্কে ৭০ হাজার কয়েদী ছেড়ে দিল ইরান

খবর৭১ঃ চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বিশ্বে আক্রান্ত হয়েছে লক্ষাধিক মানুষ। এর মধ্যে ইরানে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন অবস্থায় করোনা ভাইরাস প্রতিরোধে প্রায় ৭০ হাজার কয়েদীকে সাময়িক ভাবে মুক্তি দিয়েছে ইরান সরকার।

সোমবার ইরানের বিচার বিভাগীয় এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। দেশটির বিচার বিভাগীয় সংবাদ সংস্থা মিজানে প্রকাশিত সংবাদের বরাতে বিভাগীয় প্রধান ইব্রাহিম রাইসি এ তথ্য জানান। তবে মুক্তি পাওয়াদের মধ্যে অন্য কোনো দেশের নাগরিক রয়েছেন কিনা সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

তিনি আরও জানান, যদি ছেড়ে দেওয়া বন্দিরা সমাজের নিরাপত্তা বিঘ্নিত না করে, তাহলে এভাবে বন্দিদের ছেড়ে দেওয়া অব্যাহত থাকবে।

খবরে বলা হয়, শেষ খবর পাওয়া পর্যন্ত নতুন করে ইরানে করোনায় আক্রান্ত হয়ে আরো ৪৩ জনের মৃত্যু হয়েছে। এতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৩৭ জনে।

গত বছরের ডিসেম্বরে চিনের উহান শহর থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে এখনও পর্যন্ত ১০২টির বেশি দেশে ছড়িয়েছে। এতে আক্রান্ত রোগীর সংখ্যা এক লক্ষ দশ হাজার ছাড়িয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়। ভাইরাসটি ২৭ দিন পর্যন্ত শরীরে সুপ্ত অবস্থায় থাকতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here