ভারতের হিন্দুরা মুসলিম গণহত্যায় মেতেছে: এরদোয়ান

0
740
এরদোয়ান
এরদোয়ান

খবর৭১ঃ দিল্লির সহিংসতার তীব্র সমালোচনা করে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, ‘ভারত বর্তমানে এমন একটি দেশে পরিণত হয়েছে, যেখানে ব্যাপক আকারে গণহত্যা চলছে। কোন গণহত্যা? মুসলিম গণহত্যা। কারা করছে? হিন্দুরা।’

টানা পাঁচদিন ধরে দিল্লিতে চলছে হিন্দুত্ববাদীদের তাণ্ডব। গত ২৩ ফেব্রুয়ারি শুরু হয় এই সহিংসতা। বৃহস্পতিবার সকাল পর্যন্ত এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। বুধবার গভীর রাতে উত্তর-পূর্ব দিল্লির ভজনপুর, মৌজপুর কারায়াল নগরে নতুন করে সহিংসতা হয়েছে।

দিল্লিতে প্রাইভেট পড়তে যাওয়া শিশুরাও দাঙ্গাবাজদের কবল থেকে রক্ষা পাচ্ছে না বলে অভিযোগ করেছেন এরদোয়ান। তিনি বলেছেন, ‘শিশুদের ধাতব লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়েছে।’ তুর্কি এই প্রেসিডেন্ট আরও বলেন, ‘এ ধরনের মানুষ কীভাবে বিশ্বশান্তি প্রতিষ্ঠা করবে? এটা অসম্ভব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here