৩ হাজার বছর আগের মমির ‘কণ্ঠস্বর’ বের করল বিজ্ঞানীরা

0
761
৩ হাজার বছর আগের মমির 'কণ্ঠস্বর' বের করল বিজ্ঞানীরা

খবর৭১ঃ ৩ হাজার বছর আগে মৃত্যু হয়েছিল এক মিসরীয় ধর্মযাজকের। মমি করে সংরক্ষিত রাখা হয়েছিল তার দেহ। নেসিয়ামান নামের এই মিসরীয় ধর্মযাজকের স্বরযন্ত্র কেমন ছিল সেটার একটা কপি তৈরি করেছে ইউনিভার্সিটি অফ লন্ডনের বিজ্ঞানীরা।

নেসিয়ামানের সংরক্ষিত মৃতদেহের কণ্ঠের খুঁটিনাটি স্ক্যান করেন বিজ্ঞানীরা। থ্রি ডি প্রিন্ট করে বের করে আনেন গলার ভেতরটা আসলে কেমন। গবেষণায় ভোকাল ট্র্যাক্টের খুঁটিনাটি উঠে এসেছে বিজ্ঞানীদের হাতে। তার কণ্ঠস্বর হাই পিচের ছিল বলে মনে করছেন গবেষকরা।

প্রাচীন মিসরের লোকদের উচ্চতাও আধুনিক মানুষের তুলনায় কম হতো। এ স্বরযন্ত্র ও ভোকাল ট্র্যাক্ট পরীক্ষা করেই তৈরি করা সম্ভব হয়েছে ওই মৃত ব্যক্তির কণ্ঠস্বর। আপাতত শুধু একটা স্বর বের করা গেছে। গবেষকরা জানিয়েছেন, আগামী দু’বছরের মধ্যে একটা সম্পূর্ণ বাক্য তৈরি করাও সম্ভব হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here