শাহজাদপুরে হাজী ইমদাদ আলী প্রবীণ কল্যাণ কেন্দ্রের উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প

0
1079
শাহজাদপুরে হাজী ইমদাদ আলী প্রবীণ কল্যাণ কেন্দ্রের উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প
ছবিঃ রাজিব আহমেদ, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি।

খবর৭১ঃ

রাজিব আহমেদ, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে গতকাল বৃহস্পতিবার বেলতৈল ইউনিয়নের চর বেলতৈল হাজী ইমদাদ আলী প্রবীণ কল্যাণ কেন্দ্রের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক চক্ষু বিশেষজ্ঞ ডা: হাছান শহীদ এর পরিচালনায় ও বেলতৈল ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিজুর রহমান (বিদ্যুৎ) এর তত্বাবধানে এদিন সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত চক্ষু, হৃদরোগ, মেডিসিন, গাইনী, শিশু এবং প্যাথলজি সহ ৭ টি বিভাগে ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এ সময় প্রায় এক হাজার রোগী বিভিন্ন ধরনের স্বাস্থ্য সেবা গ্রহণ করেন। ২০১৫ সালের জানুয়ারি মাস থেকে প্রতি মাসেই স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে হাজী এমদাদ আলী প্রবীণ কল্যাণ কেন্দ্র। অত্র এলাকার হত দরীদ্র মানুষ বিনামূল্যে এ স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পেরে হাজী ইমদাদ আলী প্রবীণ কল্যাণ কেন্দ্রের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন সবাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here