ঢাকা সিটি নির্বাচন পেছানোর রিট: আদেশ মঙ্গলবার

0
505
ঢাকা সিটি নির্বাচন পেছানোর রিট: আদেশ মঙ্গলবার

খবর৭১ঃ আসন্ন ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পেছানোর নির্দেশনা চেয়ে করা রিটের ওপর আদেশের জন্য মঙ্গলবার দিন রেখেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অশোক কুমার ঘোষ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর উস সাদিক। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম।

আগামী ২৯ ও ৩০ জানুয়ারি সরস্বতী পূজা রয়েছে উল্লেখ করে গত ৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ এ রিট করেন।

পরদিন ৬ জানুয়ারি তিনি বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের জন্য ৩০ জানুয়ারি নির্ধারণ করা হয়। কিন্তু ২৯ ও ৩০ জানুয়ারি হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। এ কারণে ৩০ জানুয়ারির আগে ও পরে ভোটের দিন ধার্য করা হোক।

ইসির আইনজীবী তৌহিদুল ইসলাম বলেন, সব রাষ্ট্রীয় অনুষ্ঠানের বিষয়টি মাথায় রেখেই ভোটের দিন ঠিক করা হয়। এখন এসএসসি ও এইচএসসি পরীক্ষা পরপর হয়ে থাকে। ভোটের দিন পেছানো ঠিক হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here