খবর৭১ঃ ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠায় ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলামকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম।
সোমবার আতিকুল ইসলামের এই নোটিশ পাঠানো হয়েছে। আগামী দুই দিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে।
উত্তরায় স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করে আতিকুল ইসলাম আচরণবিধির ৫ ও ২২ ধারা লঙ্ঘন করেছেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
আনুষ্ঠানিক প্রচারের আগে রবিবার সকালে উত্তরায় আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলামের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করা হয়। স্থানীয় সংসদ সদস্য সাহারা খাতুন ওই ক্যাম্প উদ্বোধন করেন। এর আগে শনিবারও আতিকুল নির্বাচনী প্রচার চালিয়েছেন বলে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ আসে। এর পরিপ্রেক্ষিতে শোকজ নোটিশ পেলেন আতিকুল ইসলাম।
ঢাকা উত্তর সিটিতে গত বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত উপনির্বাচনে মেয়র নির্বাচিত হন আতিকুল ইসলাম। আগামী ৩০ জানুয়ারির নির্বাচনে তিনি ক্ষমতাসীন দল থেকে পুনরায় মনোনয়ন পেয়েছেন। এই নির্বাচনে তার মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির তাবিথ আউয়াল, যিনি ২০১৫ সালে আনিসুল হকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান।