খবর৭১ঃ দক্ষিণ কোরিয়ার শীর্ষ কে-পপ তারকা ব্যান্ড কারার সাবেক সদস্য গো হারাকে তার নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে।
রোববার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধারের কথা দক্ষিণ কোরিয়ার পুলিশ নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য জানা গেছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো জানা সম্ভব হয়নি। এ ঘটনায় তদন্ত চলছে।
বিশ্বের আত্মহত্যার ঘটনায় শীর্ষ দেশগুলোর মধ্যে একটি হচ্ছে দক্ষিণ কোরিয়া। ৪০ বছর বয়সের নিচের লোকজনের আত্মহত্যার প্রবণতা বেশি বলে দেশটির সরকারের সাম্প্রতিক জরিপে দেখা গেছে।
অনলাইনে উত্যক্তের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর আরেক পপ তারকা সুলির আত্মহননের এক মাস না যেতেই এই বেদনায়দক খবরটি এসেছে।
বান্ধবী সুলির আত্মহত্যার ঘটনায় ইনস্টাগ্রামে দেয়া এক বার্তায় শোক প্রকাশ করেছিলেন গো হারা। তিনি লিখেছিলেন, আমি আশা করছি, কোনো ধরনের দুশ্চিন্তা ছাড়াই স্বর্গে তুমি শান্তিতে ঘুমাবে। গো হারার মৃত্যুতেও তার ভক্তরা সামাজিকমাধ্যমে তার এই বাণী পোস্ট করে শোক প্রকাশ করছেন।
২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত কারা ব্যান্ডের সঙ্গে কাজ করার পর নিজের একক ক্যারিয়ারে প্রতি মনোযোগ দিয়েছিলেন তিনি। সামাজিকমাধ্যমে উত্যক্তের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এই পপ তারকা।