খবর৭১ঃ
হাবিবুর রহমান নাসির, ছাতক প্রতিনিধিঃ মুহিবুর রহমান মানিক এমপির বিরুদ্ধে কটুক্তি করার প্রতিবাদে ছাতকের আন্ধারীগাঁও পয়েন্টে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ছাতক সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার সকালে বিক্ষোভ মিছিল শেষে আন্ধারীগাঁও পয়েন্টে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মঈনুল হোসেন। স্বেচ্ছাসেবকলীগ নেতা মাজেদ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি রঞ্জন কুমার দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক কবির আহমদ সেবুল, সহ সভাপতি সিরাজুল হক তালুকদার, প্রচার সম্পাদক মুহিবুর রহমান মেম্বার, উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইউসূফ আল মামুন।
বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক রাজা মিযা, আওয়ামীলীগ নেতা আয়াজ আলী, স্বেচ্ছাসেবকলীগ নেতা মিছবাহ আহমদ, যুবলীগ নেতা ফয়ছল আহমদ, সদরুল আমিন, শাহীন আহমদ, মখছুদ আহমদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারী রাজু মিয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা ছাদিক মিয়া, ছুরত আলী, ইউনুছ আলী, দুলাল মিয়া, শুকলাল দাস, দিলোয়ার হোসেন প্রমুখ।