শেরপুরে কামারেরচরে ফুটবলের ফাইনাল খেলা উপভোগ করলো ২০ হাজারেরও বেশী দর্শক

0
731
শেরপুরে কামারেরচরে ফুটবলের ফাইনাল খেলা উপভোগ করলো ২০ হাজারেরও বেশী দর্শক

শেরপুর থেকে আবু হানিফ :
শেরপুর সদর উপজেলার কামারেরচর কলেজ মাঠে ফুটবল টূর্ণামেন্ট-২০১৯ এর ফাইনাল খেলা আজ ২ নভেম্বর বিকেলে অনুষ্ঠিত হয়েছে। কামারেরচর ইউনিয়নের চেয়ারম্যান আলাহাজ্ব মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ আল মামুন, জেলা পরিষদ সদস্য ছাব্বির আহাম্মেদ খোকন, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য খোরসেদুজ্জামান চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি মিনহাজ উদ্দিন মিনাল।
খেলায় উপজেলার নলবাইদ চ্যালেঞ্জ কাবকে ২-০ গোলে পরাজিত করে মুন্সিরচর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলায় উভয় দলের হয়েই দেশ বিদেশের নামকরা খেলোয়াড়গণ প্রতিদ্বন্ধিতা করেন। খেলা শেষে বিজয়ী ও বিজীত দলের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। প্রায় ২০ হাজারেরও বেশী দর্শক খেলাটি উপভোগ করে। মাঠ উপচে পড়ায় ঘরেরর চাল, ছাদ, গাছের ডালে উঠেও হাজার হাজার দর্শককে খেলা উপভোগ করতে দেখা যায়। টূর্নামেন্টে ৩২টি ফুটবল দল প্রতিদ্বন্ধিতা করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here