সৈয়দপুরে পোশাক দোকানে অগ্নিকান্ড,অল্পের জন্য রক্ষা পেল পৌর মার্কেট

0
622
সৈয়দপুরে পোশাক দোকানে অগ্নিকান্ড
ছবিঃ মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে।

খবর৭১ঃ

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকেঃ সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেল পৌর সুপার মার্কেট। ওই মার্কেটের একটি পোশাক দোকান থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হলেও ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়দের তৎপরতা অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

আজ সোমবার দিবাগত রাত প্রায় পৌণে ৩ টার দিকে শহীদ ডা. শামসুল শহরের পৌর সুপার মার্কেটে(কাপড়মার্কেট) এ ঘটনা ঘটে। শহীদ ডা. জিকরুল হক সড়কে অবস্থান করা প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, পৌর সুপার মার্কেটের ( কাপড় মার্কেট) ভিতর থেকে ধোঁয়ার কুন্ডলি বের হতে দেখে। এতে লোকজন ঘটনাটি দেখতে ছুটাছুটি শুরু করে দেখতে পায় ওই মার্কেটের শহীদ ডা. শামসুল হক সড়কে অবস্থিত পোশাক দোকান আব্দুল্লাহ গার্মেন্টসে আগুন জ্বলছে। এ দৃশ্য দেখে সাথে সাথে খবর দেয়া হয় স্থানীয় ফায়ার সার্ভিসে। বিষয়টি তাৎক্ষণিক মসজিদ থেকে আগুন লাগার বিষয়টি মাইকিং করা হয়।

ফলে সৈয়দপুর থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের তৎপরতায় আধাঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাঁর আগেই ওই দোকানের প্রায় ৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন পোশাক ও অন্যান্য মালামাল পুড়ে যায়। এদিকে আগুনের খবর পেয়ে আতংকিত দোকান মালিক ও অন্যান্য ব্যবসায়ীরা দ্রুত ছুটে আসেন ঘটনাস্থলে। সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. মাহমুদুল হাসান খোকন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত করে প্রকৃত ঘটনা জানা যাবে।

উল্লেখ্য এরআগে গত ২০১৫ সালেও ওই মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল। তখন আব্দুল্লাহ গার্মেন্টস লাগোয়া বৈদ্যুতিক পোল থেকে সংযোগ নেয়া পাশের দোকান থেকে আগুন লাগে। এতে ওই মার্কেটের প্রায় শতাধিক দোকান পুড়ে ছাই হয়। পরে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা ব্যাংক ঋন ও ধার কর্জ করে সম্মিলিতভাবে মার্কেট নির্মাণ করেন। ফলে মার্কেটটি পাকা অবকাঠামোর হওয়ায় এবার ভয়াবহ অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পায়। কিন্তু ঝুঁকিপুর্ণ ওই বৈদ্যুতিক পোলটি সরানো হয়নি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here