ময়মনসিংহে সূচনা টাওয়ারে আগুন

0
494
ময়মনসিংহে সূচনা টাওয়ারে আগুন

খবর৭১ঃ ময়মনসিংহ শহরের সূচনা টাওয়ারে আগুনে পুড়ে গেছে কাপড়ের তিনটি দোকান। রোববার রাত সাড়ে ১১টার দিকে শহরের গাঙ্গিনাপাড় এলাকার ১০ তলা সূচনা ভবনের ৪র্থ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দ্বীন মনি শর্মা জানান, রাত সাড়ে ১১টার দিকে ১০ তলা সূচনা ভবনের ৪র্থ তলার জয় গার্মেন্টস নামের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পরে। এতে ক্ষতিগ্রস্ত হয় পাশের আরেও কয়েকটি দোকান।

পরে খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ারসার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here