খবর৭১ঃ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে প্রতিবছরের মত এবারও গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলার সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের কদম রসুল হাট আনছার এন্ড পাবলিক ক্লাব মাঠে হাডুডু খেলা অনুষ্ঠিত হয়।
প্রথম সেমিফাইনাল খেলায় কাচারী বাজার যুব সংঘ ক্লাব কে পরাজিত করে সেমিফাইনালে বিজয়ী হয় সালান্দর সাহাপাড়া যুব সংঘ ক্লাব। কাবাডি (হাডুডু) খেলার সভাপতিত্ব করেন, নুরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ও সভাপতি ৪নং বড়গাঁও ইউনিয়ন আওয়ামীলীগ। খেলা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দুলাল । এসময় বড়গাঁও ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জুলফিকার আলী বলেন, প্রতিটি দেশের একটি জাতীয় খেলা থাকে।
আমাদের জাতীয় খেলা হাডুডু বা কাবাডি। কিন্তু কালক্রমে এই খেলার কদর দিন দিন হারিয়ে যেতে বসেছে। আগে স্কুল ভিত্তিক আন্তঃস্কুল বা থানা কাবাডি প্রতিযোগিতার আয়োজন চোঁখে পড়ত। বর্তমানে সেটাও চোখে পড়ে না। নতুন প্রজন্মের কাছে কাবাডি খেলাটি অপরিচিত হয়ে উঠছে। বিলুপ্তপ্রায় এই খেলাটি ধরে রাখার জন্যই যেন প্রতিবছর কাবাডি (হাডুডু) খেলার আয়োজন করা হয়। খেলাটি পরিচালনা করেন খেলার আয়োজক কমিটির সভাপতি মো. আব্দুল জলিল ।