পায়রা বন্দর ভূমি ক্ষতিগ্রস্তদের কারিগরী প্রশিক্ষণের উদ্বোধন

0
467
পায়রা বন্দর ভূমি ক্ষতিগ্রস্তদের কারিগরী প্রশিক্ষণের উদ্বোধন
ছবিঃ রাকিব হাসান, পটুয়াখালী প্রতিনিধি।

খবর৭১ঃ

রাকিব হাসান, পটুয়াখালী প্রতিনিধিঃ কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে বৃহস্পতিবার সকাল ১১টায় দ্বিতীয় পর্বের ২০১৯-২০২০ অর্থ বছরের কারিগরী বিষয়ক প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পায়রা বন্দর নির্মাণে ভ‚মি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ্য ৬৬৬ পরিবারের সদস্যদের কারিগরী ও জীবনযাত্রার মান উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ বেসিক কম্পিউটার, গাড়ী চালক, রাজমিস্ত্রি, পোষাক তৈরি, ওয়েল্ডিং, ছাগল পালন, গরু মোটাতাজাকরন, ব্রয়লার, ককরেল ও টার্কি পালন, মৎস্য চাষ ও উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মৎস্য আহরণ, উন্নত প্রযুক্তিতে হাঁস-মুরগীর খাদ্য তৈরি, উন্নত প্রযুক্তি ব্যবহার পূর্বক গাভী পালনসহ এসব ট্রেডে ২৬টি ব্যাচে ৬৬৬ জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে। জানাযায়, প্রথম ধাপে ক্ষতিগ্রস্ত পরিবারের ১১৩৪ জনকে ১০টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ছয় মাস, তিন মাস, এক মাস ও ২১ দিন মেয়াদী এসব প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করার লক্ষ্য নিয়ে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

এর মাধ্যমে সরকার পায়রা বন্দরের জন্য অধিগ্রহণের জমিহারা পরিবারের প্রত্যেককে, আনুমানিক ৪২০০ পরিবারকে ঘরবাড়ি, ক্ষতিপুরনের টাকা ছাড়াও প্রশিক্ষণের মধ্য দিয়ে কর্মসংস্থানের উদ্যোগ নেয়া হয়েছে। যার দ্বিতীয় ধাপের শুরু হলো। পায়রা বন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র ডরপ এ প্রশিক্ষন কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রথম ধাপের প্রশিক্ষিত অনেকে পেয়েছেন কর্মসংস্থান। এ প্রশিক্ষণ কার্যক্রমের সুবিধা পেয়ে অংশগ্রহণকারী নারী-পুরুষ স্বস্তিবোধ করছেন। প্রশিক্ষণ কালীন এসব প্রশিক্ষণার্থী সম্মানি ভাতা প্রাপ্ত হবেন।

পায়রা বন্দর কর্তৃপক্ষ’র উপসচিব ও যুগ্ম পরিচালক (এস্টেট) খন্দকার নূরল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উন্নয়ন সংস্থা ডরপ এর টীম লিডার জেবা আফরোজ।অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান, পটুয়াখালী ভ‚মি অধিগ্রহণ কর্মকর্তা (এলএও) গোকুল চন্দ্র কবিরাজ, ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, প্রধান শিক্ষক রেজউল করিম, প্রশিক্ষক স্বপন শাহ ও সাংবাদিক মেজবাহউদ্দিন মাননু প্রমুখ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here