খবর৭১ঃ
নগরের বন্দর থানার নিমতলা এলাকার একটি বাসা থেকে বাবা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) সকালে স্থানীয় বুচুইক্যা কলোনির ওই বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- মো. আরিফ (৩২) এবং তার মেয়ে বিবি ফাতেমা (৪)।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, বুচুইক্যা কলোনির ৩ তলা একটি ভবনের নিচ তলায় আরিফ তার পরিবার নিয়ে ভাড়ায় থাকতেন। স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে আরিফ ও তার মেয়ে ফাতেমার গলাকাটা মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, দুজনের গলাতেই ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ঘটনা তদন্তে সিআইডির ফরেনসিক টিম এসেছে। তারা ঘটনাস্থল পরিদর্শন শেষে আলামত সংগ্রহ করবে।