হবিগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক হেলপার নিহত

0
644
হবিগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

খবর৭১ঃ

মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার মৌছাক এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় অপর ট্রাকের চালক গুরুতর আহত হয়েছেন।শনিবার (১৯ অক্টোবর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।এ ঘটনার পর দুর্ঘটনা কবলিত ট্রাক রাস্তায় পড়ে থাকায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো। পরে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ট্রাকের বডি কেটে নিহতদের উদ্ধার করে যানচলাচল স্বাভাবিক করে।বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে পূর্বপশ্চিমকে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই চালক ও হেলপার মারা গেছে। এছাড়া অপর ট্রাকের চালক গুরুতর আহত হন। তবে এখনো মরদেহের পরিচয় সনাক্ত করা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here