মুরাদনগরে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কর্ণারের উদ্ধোধন

0
558
মুরাদনগরে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কর্ণারের উদ্ধোধন

মোঃরাসেল মিয়া মুরাদনগর কুমিল্লা প্রতিনিধিঃ

কিশোর কিশোরীদের বয়ঃসন্ধিকালীন সকল স্বাস্থ্য সেবা সহজ করার লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে প্রথমবারের মত কৈশোর বান্ধব স্বাস্থসেবা কর্ণারের শুভ উদ্ধোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাহাড়পুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এই সেবা কর্নারের উদ্ধোধন করা হয়।

পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সামাদ মাঝির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবা কর্নারের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, মুরাদনগর উপজেলায় এই প্রথম একটি কৈশোর বান্ধব স্বাস্থসেবা কর্ণার চালু করা হয়েছে। এই কর্ণারে কিশোর কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসেবা ও পরামর্শ, কাউন্সিলিং, প্রয়োজনীয় ঔষধপত্র এবং পরিছন্নতা সামগ্রী প্রদান করা হবে। পাশাপাশি গর্ভবতী মায়েদের প্রসবপূর্ব ৪টি চেকআপ এবং প্রসব পরবর্তী ৪টি চেকআপসহ ২৮/৭ স্বাভাবিক প্রসবসেবা চালু আছে এবং পরিবার পরিকল্পনাসহ সকল সেবা বিনামূল্যে প্রদান করা হয়ে থাকে।

অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম, পাহাড়পুর ইউপি সচিব চন্দন কুমার দাশ, পাহাড়পুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান পরিদর্শিকা নার্গিস আক্তার, এফপিআই আতিকুর রহমান।

এছাড়াও এলাকার বিভিন্ন বয়সের কিশোর কিশোরী ও মায়েরা এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here