খবর৭১ঃ
মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব লেনজাপাড়াস্থ খোয়াই রেল ব্রীজের নিচ থেকে অজ্ঞাত যুবকের (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২ অক্টোবর ) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট রেলপথের খোয়াই ব্রীজের নিচ থেকে লাশটি উদ্ধা করা হয়। তাৎক্ষণিক নিহত যুবকের নাম পরিচয় জানা যায়নি।শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই ইমরান আহমেদ জানান, ধারণা করা ওই যুবক ভোর রাতে রেল ব্রীজ পারাপার হবার সময় কোন ট্রেনের ধাক্কায় ব্রীজ থেকে নিচে পড়ে মারা যেতে পারে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খান বলেন, লাশের খবর শুনেছি, তবে লাশটি রেলওয়ে পুলিশের আওতাভুক্ত না থাকায় শায়েস্তাগঞ্জ থানাকে অবগত করা হয়েছে। শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোজাম্মেল হক ফারহিন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে।