নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশের অভিযানে ২৬বোতল
ফেন্সিডিলসহ জাহাঙ্গীর আলম (২৮) ও সাদ্দাম হোসেন (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার রাত পৌনে ৯ টার সময় শহরের পার্বতীপুর সড়কস্থ পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত
এ্যাপাচি মোটর সাইকেলসহ নগদ ৩০ হাজার ৫৪০ টাকা জব্দ করেছে পুলিশ।
আটক জাহাঙ্গীর আলম নীলফামারী জেলার জলঢাকা উপজেলার আরাজি কাঁঠালীর বালাপাড়ার আতিয়ার রহমানের পুত্র এবং সাদ্দাম হোসেন নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়নের কাশিকুমুর এলাকার দানার উদ্দিনের পুত্র। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ওই এলাকা দিয়ে ফেনসিডিলের চালান আসছে।
এমন সংবাদে থানার অফিসার ইনচার্জ মো.
শাহজাহান পাশার নির্দেশে থানার উপ-পরিদর্শক
(এস আই) দীলিপ কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে বিভিন্ন স্থানে অবস্থান নেয়। এর কিছুক্ষণ পরেই ওই এলাকা দিয়ে আসা এক মটর সাইকেলের গতিরোধ করে তারা। এসময় তাদের অসংলগ্ন আচরণ দেখে আটক করা হয় মোটর সাইকেল চালক ও আরোহীকে। পরে তাদের হেফাজতে থাকা ২৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। এসময় স্থানীয় স্বাক্ষিদের উপস্থিতিতে জব্দ করা হয় এ্যাপাচি মটর
সাইকেল ( নং-দিনাজপুর-ল -১১-৫৬৩৭) ও নগদ ৩০ হাজার ৫৪০ টাকা। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো.শাহজাহান পাশার সাথে কথা হলে তিনি জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল বুধবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।