ঠাকুরগাঁওয়ে ডিবির হাতে টার্কি বাবুল খ্যাত রংধনু ট্রেডার্সের মালিক স্বস্ত্রীক গ্রেফতার!

0
948
ঠাকুরগাঁওয়ে ডিবির হাতে টার্কি বাবুল খ্যাত রংধনু ট্রেডার্সের মালিক স্বস্ত্রীক গ্রেফতার

খবর৭১ঃ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ টার্কি মুরগি পালন করে তিন মাসের মধ্যে আকর্ষণীয় লাভ দেয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে রংধনু ট্রেডার্স এর মালিক টার্কি বাবুল ওরফে বাবলু রায় (৪৫)কে স্বস্ত্রীক গ্রেফতার করেছে ঠাকুরগাঁও ডিবি পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বীরগঞ্জ উপজেলার তাজমহল রোড থেকে তাদের আটক করা হয়। ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ডিবি পুলিশের ইন্সপেক্টর ওয়াহেদ আলী।

আটককৃত রংধনু ট্রেডার্সের মালিকের বিরুদ্ধে তিনটি মামলা চলমানসহ ২০টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। গ্রেফতার হওয়া রংধনু ট্রেডার্সের মালিক বাবলু রায় সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত ধীরেন্দ্র নাথ রায়ের ছেলে এবং তার সহধর্মীনির নাম মুক্তি রানী (৪০)। মামলার তদন্ত কর্মকর্তা এসআই রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ের খবরকে জানান, আটক বাবলু ঠাকুরগাঁও, দিনাজপুর ও পঞ্চগড় জেলার সাধারণ মানুষকে টার্কি মুরগি পালনে আকর্ষণীয় লাভ দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের টার্কি মুরগির ডিম ও বাচ্চা সরবরাহ করে নগদ টাকা হাতিয়ে নেয়। চুক্তি অনুযায়ী মেয়াদ শেষে ওই সব উদ্যোক্তার পালিত মুরগি নিয়ে কোন ব্যক্তিকে চেক আবার কাউকে সাদা কাগজে রশিদ দিয়ে কোম্পানির চেয়ারম্যান সহ অন্যান্যরা পালিয়ে যায়।

পরে টাকা ও মুরগী সব হারিয়ে উদ্যোক্তারা বিভিন্ন থানায় মামলা করে। দীর্ঘদিন থেকে তাকে ধরার চেষ্টা করছিলো পুলিশ। অবশেষে আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ জেলায় অভিযান চালিয়ে বাবলু রায় সহ তার স্ত্রীকে আটক করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও ডিবি পুলিশের ইন্সপেক্টর রুপ কুমার সরকার, এসআই শামীম, এসআই রবিউল, আবু ঈসা, এএসআই হেলাল সহ ডিবি পুলিশের কর্মকর্তারা। এদিকে টার্কি বাবুলের গ্রেফতারের খবর পেয়ে প্রতারণার শিকার ব্যক্তিরা ডিবি অফিসে ভীড় জমাতে শুরু করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here