তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

0
469
দাবি মেনে নেয়ার পর কেন আন্দোলন

খবর৭১ঃ আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে দেশে যে দল সংগ্রাম করে, ত্যাগ স্বীকার করে, মানুষের কল্যাণে কাজ করে। যাদের আন্দোলন সংগ্রামের ফলে স্বাধীনতা, সেই দল ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়।

শনিবার রাতে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, অবৈধভাবে ক্ষমতা দখল করে যারা ক্ষমতায় আসে তারা নিজেদের ক্ষমতা নিশ্চিত করেন নিজেদের ভাগ্য গড়ার কাজ করে।

আওয়ামী লীগ ১০ বছর ক্ষমতায়, এই সময়ের মধ্যে আমরা মানুষের আস্থা বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছি। মানুষ জানে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তাদের উন্নতি হয়, ভাগ্যের পরিবর্তন হবে। এই বিশ্বাস আস্থাটা ধরে রাখতে হবে।

মানুষের কল্যাণে কাজ করতে হবে। আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে। এটা হচ্ছে বাস্তবতা। তাহলে আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা করতে পারবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here