ডেঙ্গু-আক্রান্ত হওয়ার শঙ্কাঃ কাউন্সিলরের বিরুদ্ধে জিডি

0
591
ডেঙ্গু-আক্রান্ত হওয়ার শঙ্কা কাউন্সিলরের বিরুদ্ধে জিডি

খবর৭১ঃ

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় দীর্ঘদিন ধরে মশার ওষুধ না ছিটানোর অভিযোগ তুলে এবং ডেঙ্গু আক্রান্ত হওয়ার আশঙ্কায় সেখানকার কাউন্সিলরের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ইউসুফ আহমেদ নামে এক ব্যক্তি।

বুধবার (৩১ জুলাই) পল্লবী থানায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে এই জিডি (নং-২৭৬৬) করা হয়।

গত তিন বছরে একবারও পল্লবীর এভিনিউ-১ এলাকায় মশার ওষুধ ছিটানো হয়নি অভিযোগ করে ইউসুফ তার জিডিতে বলেন, ‘আমি নিয়মিত বাড়ির হোল্ডিং ট্যাক্স পরিশোধ করে আসছি। সিটি কর্পোরেশনের সব সুবিধা আমার প্রাপ্য। কিন্তু সাজ্জাদ হোসেন কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর গত ৩ বছরে একবারও আমাদের এলাকায় মশার ওষুধ দেওয়া হয়নি। একাধিকবার ফোন করলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। বর্তমানে এডিস মশার প্রকোপে আমরা আতঙ্কিত। আমাদের এলাকায় অনেকে এই জ্বরে আক্রান্ত। আমিও ডেঙ্গুতে আক্রান্ত হতে পারি, তাই বিষয়টি থানায় নথিভুক্ত করে রাখলাম।’

এ জিডির তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, ‘জিডির কাগজ হাতে পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here