খবর৭১ঃ বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার এ কথা জানান। খবর হিন্দু ও আনন্দবাজারের।
তিনি জানান, প্রধানমন্ত্রীর ভিভিআইপি বিমানের বিশকেক যাওয়ার জন্য দুটি যাত্রাপথের কথা আমরা ভেবেছিলাম। একটি হচ্ছে পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে ও আরেকটি ওমান এবং ইরান হয়ে।
আর এ জন্য পাকিস্তানের আকাশ দিয়ে মোদির বিমান চলাচলের সুযোগ দিতে ইসলামাবাদকে অনুরোধ করা হয়েছিল।
ভারত সরকারের এই অনুরোধ নীতিগতভাবে অনুমোদনও দিয়েছে পাকিস্তান সরকার।
কিন্তু আলাপ-আলোচনার পর ওমান, ইরান এবং মধ্য এশিয়ার দেশগুলোর ওপর দিয়েই যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আগামী বুধবার ও বৃহস্পতিবার সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিবেশি দেশ পাকিস্তানও ওই সম্মেলনে যোগ দেবে। তবে এই সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক মোদির আলোচ্যসূচিতে নেই।
গত ২৬ ফেব্রুয়ারি বালাকোটে ভারতীয় বিমান বাহিনীর হামলার পর পাকিস্তানের আকাশপথ পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইমরান সরকার।