খবর ৭১ঃ চট্টগ্রামের ফিরিঙ্গীবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. আবদুর রশিদ জিলাদার (৪০) নামে এক বাস চালককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোররাতে ফিরিঙ্গীবাজার ব্রিজঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আবদুর রশিদ জিলাদার বগুড়া জেলার কাহারু পাইকর এলাকার দিরাজ উদ্দিন জিলাদারের ছেলে। তিনি বাসচালক বলে জানিয়েছে পুি্লশ। ইয়াবা পাচারে ব্যবহূত আলিফ পরিবহনের বাসটিও জব্দ করেছে পুি্লশ।
পুলিশ জানায়, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে বগুড়া যাচ্ছিল আলিফ পরিবহনের বাসটি। বাসের ড্রাইভিং সিটের নিচে লুকানো ছিল ১০ হাজার পিস ইয়াবা। বাসচালক আবদুর রশিদ জিলাদারকে গ্রেফতার করা হয়েছে।