খবর ৭১: ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। আজ রবিবারও রাস্তা কিছুটা ফাঁকা দেখা গেলেও প্রথম কর্মদিবসে বৃষ্টির জন্য দুর্ভোগে পড়তে হয়েছে। এরসঙ্গে পরিবহন সংকটে ভুগতে হয়েছে অফিসগামী যাত্রীদের।
সকালে থেকেই রাজধানীতে রাস্তায় গণ-পরিবহনের সংখ্যা কম ছিল।বাস স্টপেজে যাত্রীদের দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষা থাকতে হয়েছে। বৃষ্টির মধ্যে কাদা ও পানিতে ভোগান্তি আরো বেড়ে যায়।
মহাখালী, শান্তিনগর মিরপুরসহ রাজধানীর বিভিন্ন স্থানে বাস সংকট ছিল। তার ওপর অটোরিকশা বা রাইড শেয়ার পর্যাপ্ত ছিল না। ঘণ্টা ধরে দাঁড়িয়ে থেকেও অনেকে গন্তব্যের জন্য যান-বাহন পাননি।
উল্লেখ্য, ঈদুল ফিতরের ছুটি ছিল ৪ থেকে ৬ জুন। এর আগে ২ জুন শবে কদরের ছুটি ছিল। আর ৩ তারিখ যারা ছুটি নিয়েছেন, শুক্র-শনি মিলিয়ে নয় দিনের ছুটি পেয়েছেন তারা।
এদিকে, পরিবারের সঙ্গে ঈদ করে শনিবার থেকেই ঢাকা ফিরতে শুরু করে কর্মজীবী মানুষ।