খবর৭১ঃ হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পাঁচ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে ৯ মাদকসেবীকে আটক করেছে পুলিশ। হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
হিলি সীমান্তের রায়ভাগ ও নওপাড়া এলাকায় শুক্রবার (৭ জুন সকালে) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ওসি আনোয়ার হোসেন বাংলা জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে হাকিমপুর থানা পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত হিলি সীমান্তের রায়ভাগ ও নওপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় মাদকসেবনের দায়ে ৯ মাদকসেবীকে আটক করা হয়। এছাড়াও ওয়ারেন্টভুক্ত পলাতক পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে।